প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়িতে উপজেলা বাজার মনিটরিং কমিটির বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে ।
শনিবার (২৬ মার্চ) উপজেলা সদর বাজার বাইশারী বাজার ও চাকঢালা বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।
শুরুতেই সকালে কমিটি মনিটরিং শুরু করেন নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা বাজারে। এ সময় বাজারের মুদি দোকানী মোঃ ইব্রাহিম সওদাগরের দোকান,শামশুল আলম সওদাগরের দোকানসহ অনন্ত অর্ধ শতাধিক দোকানের পন্য সামগ্রির মান,দর ও ওজন দেখেন তারা ।
একই সাথে নাইক্ষ্যংছড়ি সদর বাজারে খাইরুল আলম মনুসহ বড় মুদি দোকানী ও তরিতরকারির দোকান গুলো মনিটরিং করেন কমিটি। একই সাথে তাদেরকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি না করতে পরামর্শসহ সতর্ক করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাজার মনিটরিং কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, কমিটির সদস্য যথাক্রমে নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সৌরভ বডুয়া ও কমিউনিটি পুলিশিং এর উপজেলা কমিটির সাঃ সম্পাদক আবদুস সাত্তার প্রমূখ ।
কমিটি চলতি রমজান মাসে ক’দিন পরপর এ তদারকি কাযর্ক্রম পরিচালনা করবেন।