প্রতিনিধি লামা >>
লামায় দুইদিন নিখোজের পর মাতামহুরী নদীতে ভেসে আসা মো.ওয়াহেদ (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা ।
(২৬ মার্চ) রবিবার দুপুরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকাস্থ মাতামুহুরী নদী থেকে শিশু লাশ উদ্ধার করা হয়। পরে শিশুটির লাশ লামা সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত – শিশুটি বমু বিলছড়ি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ দিন যাবৎ ছেলেটি নিখোঁজ ছিল। কিভাবে শিশুটির লাশ আলীকদম উপজেলার কানামাঝি ঘাট এলাকায় গেল তা জানেনা পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম শিবাতলী পাড়া নামক এলাকার মাতামুহুরি নদীর পানিতে শিশুর লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে প্রশাসনকে অবহিত করে এবং লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।