নিজস্ব প্রতিনিধি>>
রোয়াংছড়িতে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে।
রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মে. খোরশেদ আলম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা।
বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুল মান্নান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।
গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর যে গণহত্যা চালিয়েছিল তার চিত্র তুলে ধরেন এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙ্গালীদের ভূমিকার কথা তুলে ধরেন।