প্রতিনিধি রাঙ্গামাটি >>
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে সরকারী ও বেসরকারী ভাবে এবং বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে বিস্তারিত কর্মসূচী পালন করা হচ্ছে।
শনিবার (২৫ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে ২৫ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগামী প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে কোন ভাবে বিকৃত করতে না পারে সেই দিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে বলে জেলা প্রশাসক মন্তব্য করেন।
পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলার আহবান জানান বক্তারা।