প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১বিজিবি উদ্যেগে ১৫টি হেফেজ ও এতিমখানার গরিব-অসহায়-দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫মার্চ) সকাল সাড়ে ১০টায় ১১বিজিবির নির্দিষ্ট অডিটরিয়ামে এই মহতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, ইফতার সামগ্রীতে ছিল চাল-১,০১৯ কেজি,ডাল-১০১কেজি,তৈল-১০১ লিটার,চিনি-১০১ কেজি,খেজুর-১০১.৩ কেজি,ছোলা-১০১.৩ কেজি ও মুড়ি-১০১.৩ কেজি ইত্যাদি,যা ১৫টি হেফজ ও এতিমখানার গরিব-অসহায়-দুস্থ ও এতিম শিক্ষার্থীদের বিতরণ করা হয়।
নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফজ ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ইফতার সামগ্রীসমূহ হস্তান্তর করেন।
এ সময় নাইক্ষ্যংছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান,বিজিবি সদস্যগণ,সাংবাদিক এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার বলেন, অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।