আকাশ মারমা মংসিং >>
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বান্দরবান বাজারের মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নেতৃত্বে বান্দরবান শহরের কাচাবাজার, মাছের বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শিত, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ আছে কিনা এবং পণ্য সরবরাহ পরিস্থিতি বিষয়ে তদারকী করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম লীনা, রাজিব বিশ্বাস, পুলিশ সুপার মো,তারিকুল ইসলাম, পৌর মেয়র মো. ইসলাম বেবী,সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনী আরো অনেকে।