আকাশ মারমা মংসিং >>
বান্দরবানে পাথর উত্তোলন করতে গিয়ে পাথরের নিচে চাপা পড়ে একজন রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটেছে । এই ঘটনায় আরেক রোহিঙ্গা শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।তবে তাক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়নের চিনি পাড়া নামক এলাকায় এই ঘটনাটি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা বলেন, প্রতিদিন ঝিড়ি ও পাহাড় থেকে পাথর উত্তোলন করেন জয়নাল নামে এক পাথর ব্যবসায়ী। তার এই পাথর সাইডের দেখাশোনা করেন কেবা উল্লাহ নামে এক রোহিঙ্গা মাঝি। সকালে এক পাহাড় থেকে পাথর উত্তোলন করতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিক রোহিঙ্গা সেখানে মারা যায়। আহত হন আরেক রোহিঙ্গা শ্রমিক । ঘটনা পর কম্বলের মোরে মাহিন্দ্রা যোগে লাশটি নিয়ে যায়।
তিনি আরো বলেন, আমার নাম বললের শ্রমিকরা রাত্রে এসে আমাদের পরিবারকে মেরে ফেলবে। তাছাড়া আমার জমিতে পানি পাইপ পর্যন্ত কেটে ফেলেছে পাথর তোলা রোহিঙ্গা শ্রমিকরা। এখন ঝিড়িতে পানি পর্যন্ত নাই।
এদিকে চিনি পাড়া এলাকায় ঝিড়ি থেকে পাথর উত্তোলনের ফলে পানি শুকিয়ে গেছে। একের পর এক পাথর উত্তোলন করে যাচ্ছেন জয়নাল নামে এক পাথর ব্যবসায়ী। তার এই কাজে মিয়ানমার থেকে পালিয়ে আসা সব রোহিঙ্গা পাথর উত্তোলনের কাজে শ্রমিক হিসেবে কাজ করছেন। তার এই কাজে মাঝি থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত সব রোহিঙ্গা।
সাবেক ইউপি সদস্য বলেন, মারা গেছে বলে শুনেছি। আর সকালে মাহিন্দ্রা করে নিয়ে গেছে সেটা দেখেছি।
এ বিষয়ে পাথর ব্যবসায়ী জয়নাল সাথে যোগাযোগ করা হয় এই প্রতিবেদকের সাথে। তিনি বলেন, পাথর উত্তোলনের সাইডটি আমার। আমার সাইডের সবাই রোহিঙ্গারা কাজ করছে। আর কে বা মারা গেছে সে ব্যাপারে আমি জানি নাহ। কেবা উল্লাহ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ফোনটি কেটে দেন।
বান্দরবান সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে কেউ এই ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।