আকাশ মারমা মংসিং>>
রুমার সীমান্ত সড়কে সেনাবাহিনী কাজের নিয়োজিত অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেনকে সশস্ত্র সন্ত্রাসী কেএন এফ অপহরণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে বান্দরবান বঙ্গবন্ধু মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে সভাপতি মো.কাজী মুজিবুর রহমান ।
বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের কারণের পার্বত্য এলাকায় নির্বিচারে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি বেড়ে চলছে। তাদের কারণের সরকারের বিভিন্ন উন্নয়নের কাজে ব্যহত হচ্ছে। তাদের এই কর্মকাণ্ড বন্ধ করা পাশাপাশি সড়কের নির্মান কাজে নিয়োজিত সার্জেন্টকে অক্ষত অবস্থায় না ছাড়লে বৃহত্তর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।
মানববন্ধনে জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক , এরশাদ চৌধুরীসহ ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।