মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:২১ অপরাহ্ন
প্রধান সংবাদ :
প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা প্রতিটি পাহাড়ে জুমে বীজ বপনের উৎসব শুরু:ব্যস্ততা পাড় করছেন জুমিয়ারা বান্দরবানে শান্তি ফিরিয়ে আনতে হবে- ক্যশৈহ্লা সীমান্তে মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত সীমান্তে কেএনএফ পুতে রাখা আইইডি বোমা বিস্ফোরনে এক যুবক নিহত  বান্দরবান -রাঙ্গামাটি সীমান্তে কেএনএফ ও সেনাবন্দুক যুদ্ধে নিহত ২ আহত ২ রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত পরিবেশ বিপর্যয়ের প্রভাবে রূপ হারাচ্ছে সাঙ্গু নদী  পাহাড়ের পানি সংকট স্থায়ী নিরসনের জন্য শুরু হবে বাঁধ নির্মান কোন ধরনের সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বান্দরবানে প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৯৩ জন নিউজটি পড়েছেন

আকাশ মারমা মংসিং>>

বান্দরবানের প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী উপহার ৩য় ও অবশিষ্ট ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ মাচাং ঘর হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন।

সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

তিনি জানান, আগামী ২২ মার্চ সকালে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স ৩য় ধাপে অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এ উদ্বোধনে দিনে মাঠ পর্যায়ের অংশ নিবেন বান্দরবানের ৭ টি উপজেলায় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

তিনি আরো জানান, ৩য় ধাপে অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের হতে বান্দরবানের ৭ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী ঘর  ১২৩ টি সেমি পাকা ও ৩০৭ টি মাচাং ঘর হস্তান্তর করা হবে । তারমধ্যে সদর উপজেলায় ৪৫ টি, লামায় ৪০টি, আলীকদম ৭টি, নাইক্ষ্যংছড়ি ৫০ টি, রুমায় ১১৬ টি, রোয়াংছড়ি ১২০ টি ও থানচি উপজেলায় ৫২টি।

জেলা প্রশাসক তথ্য মতে, বান্দরবানের হালনাগাদকৃত ভূমিহীন পরিবারের সংখ্যা রয়েছে ৪ হাজার ১৫৯ টি। প্রধানমন্ত্রী ঘর বরাদ্ধসহ দেওয়া হয়েছে ৩ হাজার ৮৭৭ টি। তারমধ্যে ১ম পর্যায়ের ২ হাজার ১৩৪টি, ২য় পর্যায়ের ৫৬৪টি, ৩য় পর্যায়ের ২৭৯টি গৃহ হস্তান্তর করা হয় গৃহহীন ও ভূমিহীন পরিবার মাঝে। এছাড়াও ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের কার্যক্রম রয়েছে প্রক্রিয়াধীন।

এর আগে সদর উপজেলা কনফারেন্স হল রুমে সদর উপজেলার প্রধানমন্ত্রী উপহার ঘর হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।

সম্মেলনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব বিশ্বাস,সহকারী ভুমি কমিশনার নার্গিস সুলতানা,সদর উপজেলা পিআইও, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল সহ জনপ্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!