প্রতিনিধি লামা>>
লামায় ফাইতং ইউনিয়নে বিভিন্ন বিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে “জাতীয় শিশু দিবস “এ র্যালি, কুইজ প্রতিযোগিতা আলোচনা ও কেক কাটা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু প্রকৃতিতে ফুলের অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এসময় খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি হেলাল উদ্দিন বিএ।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সহসভাপতি ইউপি সদস্য মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি, ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,সহসভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, প্রধান শিক্ষক সৈয়দ মুহিবুল হাসান (লিটন),সভাপতি জান্নাতুল মাওয়া (ফেন্সি), শিক্ষক আতাউল হক ছিদ্দিকী মিল্লাত, খেদারবাঁধ সহকারী শিক্ষক তফুরা খানম, বজলুল করিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি, বিদ্যালয় ছাত্র -ছাত্রী সহ সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে কেক কাটা ও কুইজ প্রতিযোগিতা মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।