প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
নাইক্ষ্যংছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,পুলিশ প্রশাসনসহ, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর,জনপ্রতিনিধি,ভবীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
নাইক্ষ্যংছড়িউপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমেন শর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদশফিউল্লাহ।
বিশেষ ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,নাইক্ষ্যংছড়ি হাসপাতালে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,সাধারন সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউনিয়নে সভাপতি মো: হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ