প্রতিনিধি থানচি>>
বান্দরবানে থানচিতে জমি নিয়ে বিরোধের জেরে মংক্যচিং মারমা (৪৫) নামে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৫ মার্চ) দুপুরে থানচির রেমাক্রী ইউনিয়নের খোয়াছুংক্ষ্যং ঝিরি নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জুমচাষী রেমাক্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় মদক ভিতর পাড়া বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত জুমচাষী সাথে এক প্রতিবেশীর জায়গা নিয়ে বিরোধের দন্ড চলছিল। সেই জায়গায় নিয়ে দুপক্ষে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুমচাষীকে ধারালো দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে নিয়ে থানচি সদরে নিয়ে আসেন।
রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) জানান, জমি সংক্রান্তে জেরে দুই পক্ষে কথা কাটাকাটি মাধ্যমে এই দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, দুর্গম রেমাক্রী এলাকায় জমি বিরোধের জেরে এক জুমচাষীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের জড়িত আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।