মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন
প্রধান সংবাদ :

রাঙ্গামাটিতে ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার ১৪ বছরপূর্তি পালিত

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩০ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি রাঙ্গামাটি >>

নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে পালিত হয়েছে দেশের প্রচার বহুল পত্রিকা ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ এর ১৪ বছর পূর্তি উৎসব।

বুধবার (১৫ মার্চ) শহরের রেইনবো রেস্টুরেন্টে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার মো. জামাল উদ্দীন, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম মুন্না, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবছার উদ্দীন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সঠিক তথ্য আর বাস্তব চিত্রের মাধ্যমে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ‘বাংলাদেশ প্রতিদিন’ দেশে-বিদেশে সুনাম অক্ষুন্ন রেখেছে। দেশেকে এগিয়ে নিতে গণমাধ্যমে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভূমিকা অন্যতম।

তাঁরা বলেন, শুধু তাই নয় পার্বত্যঞ্চলের সম্ভাবনা ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এ পত্রিকাটি। রাঙ্গামাটির সঠিক তথ্য প্রচার হয় বলে আজ পাহাড়ের চিত্র বদলেছে উন্নয়নে। একই সাথে পার্বত্যঞ্চলের নানা সমস্যার খবর প্রচার করে সমাধানের পথও খুঁজে দিচ্ছে গণমাধ্যম। বক্তরা বাংলাদেশ প্রতিদিনের আগামীর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!