প্রতিনিধি লামা>>
লামার উপজেলা ফাঁসিয়াখালীতে সন্দেহভাজন ঘোরাঘুরি করলে জনতা ধাওয়া করে দুই ডাকাতকে আটক করেছে।
(১৫ মার্চ) বুধবার দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারগাজা এলাকায় এই ঘটনা ঘটে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে লামা থানা পুলিশ টিম যাচ্ছে।
স্থানীয় লোকজন জানায়, বুধবার দুপুরে দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত দল ঘোরাঘুরি করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী বলেন, ইউনিয়নের হারগাজা সাপেরঘারা লাইল্যারমার পাড়া গয়ালমারা এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। বহিরাগত সন্ত্রাসীদের আতুড়ঘরে পরিণত হয়েছে। এই এলাকায় একটি পুলিশ ক্যাম্প জরুরী দরকার হয়ে পড়ছে।