প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক,বৌদ্ধ বিহার,সেচ ড্রেনসহ ১৯টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মঙ্গলবার ১৪ মার্চ দুপুরে ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১১৫কোটি, এলজিইডি ১৬০কোটি এবং জেলা পরিষদ ৪৬কোটি টাকাসহ মোট ৩শ ২১ কোটি টাকার উন্নয়ন কাযে উদ্বোধন করা হয়।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যানু অং চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদারসহ আরো অনেকে।