প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা অফিসার্স ক্লাবে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা সভায় উপস্হিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরানসহ ব্যক্তিবর্গ প্রমুখ।
উপস্থিতিদের বক্তব্যে আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে বাজার এ মনিটরিং কমিটি গঠন এবং নাইক্ষ্যংছড়িতে গরু চোরাচালান ও মাদকসহ বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।