আকাশ মারমা মংসিং>>
বান্দরবানে দ্রব্যমূল্যে উর্ধগতি ও খালেদা জিয়া মুক্তিসহ দশ দফা দাবীতে মানববন্ধন করেছে জেলা বিএনপি।
শবিবার (১১ মার্চ) সকালে বাজার এলাকা প্রধান সড়কে দু পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি গ্রাম বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি লুসাইমং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নরুল ইসলাম, সদর উপজেলা সদস্য সচিব চনুমং, যুবদলের সভাপতি মাসুম সহ অনেকে।
বক্তারা, বর্তমান সরকার উন্নয়নের নামে দিনদিন দেশকে দুর্ভিক্ষের পথে ঠেলে দিচ্ছে। দেশকে বাচাঁতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন পাশাপাশি পুনরায় গণতন্ত্রে ফিরের আনার জন্য খালেদা জিয়া মুক্তির দাবী তুলেন।
এদিকে জেলা বিএনপির অপর গ্রুপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি সাংচিংপ্রু জেরি নেতৃত্বের শহরে চৌধুরী মার্কেট সংলগ্ন এলাকা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।