মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন
প্রধান সংবাদ :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কয়লাসদৃশ বস্তুর সন্ধান পাওয়ার দাবি স্থানীয়দের

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩১ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি খাগড়াছড়ি >>

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ মাটিরাঙ্গায় কয়লাসদৃশ বস্তুর সন্ধান পেয়েছেন বলে দাবী করছেন স্থানীয়রা। তারা কয়লাসদৃশ বস্তুটি রান্নার কাজে ব্যবহার করছেন। পাহাড়ের দুর্গম জনপদে সম্ভাব্য কয়লা পাওয়ার গুঞ্জন সত্যি হলে তা হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির বিশাল সম্ভাবনার অন্যতম ক্ষেত্র। কয়লাসদৃশ এ বস্তু দেখতে প্রতিদিন শতশত উৎসুক জনতা ভিড় করছেন

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের পাঁচ কিলোমিটারেরও বেশি সরু পাহাড়ি পথ আর ঝিরি মাড়িয়ে ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম এলাকা বামা গোমতী।

খাগড়াছড়ি জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে আমতলী ইউনিয়ন সদর থেকে মোটরসাইকেল ও ঘণ্টাখানেক পায়ে হেঁটে পাহাড়ি উঁচুনিচু পথ পাড়ি দিয়ে দুর্গম বামা গোমতী পৌঁছানো যায়। সেখানেই পাওয়া যাচ্ছে কয়লাসদৃশ এই বস্তুটি।

জানা গেছে, কয়েক বছর আগে দূর্গম পাহাড়ে কৃষি কাজের উদ্দেশ্যে মাটি খনন করতে গিয়ে এ বস্তুর সন্ধান পান স্থানীয় কৃষকরা। এগুলো সংগ্রহ করে তারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। তবে সেখানে বেশ কয়েকটি জায়গায় এমন কয়লা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কালো সোনা খ্যাত কয়লার খনি দেখতে স্থানীয়রা প্রতিদিন সেখানে ছুটে গেলেও এখনো তা প্রশাসনের নজরে আসেনি।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) একটি অনুসন্ধানী টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করে ওই স্থান থেকে কয়লার নমুনা সংগ্রহ করে পরিক্ষা-নিরিক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

স্থানীয় কৃষক মো. হানিফ বলেন, প্রায় বছরখানেক আগে আদা-হলুদ রোপণের জন্য মাটি খননের পর কয়লাসদৃশ বস্তু দেখতে পাই। পরে এগুলো সংগ্রহ করে আগুনে পুড়িয়ে কয়লা বলে নিশ্চিত হই। পরে বিষয়টি অন্যদের জানালে তারাও আগ্রহী হয়ে কয়লা সংগ্রহ করে পারিবারিক কাজে ব্যবহার করছেন।

শফিকুল ইসলাম নামের আরেকজন বলেন, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা যাচ্ছে। আমাদের অনেকেই রান্নার কাজে ব্যবহার করছেন।

আমতলী ইউপির সদস্য মো. আলমগী হোসেন বলেন, কয়লা পাবার বিষয়টি যাচাই বাছাই করে কয়লা উত্তোলন করা হলে দেশের কয়লার ঘাটতি পূরন হবে। দুর্গম পাহাড়ে কয়লা পাওয়ার বিষয়টি সঠিক হলে তা পাহাড়ের বড় পাওয়া হবে বলেও মনে করেন তিনি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, আমি বিষয়টি শুনেছি মাটিরাঙ্গার আমতলী ইউপির বামা গোমতী এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আমি সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে বলব বিষয়টি তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট পাঠাতে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!