আকাশ মারমা মংসিং>>
বান্দরবানে বহুল প্রচলিত দৈনিক সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে বার্তা পোস্ট অনলাইন পত্রিকার বান্দরবান অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করেন বান্দরবান সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মার্মা।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক’এর সভাপতিত্বে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, যমুনা টিভির স্টাফ রিপোর্টার বাটিং মারমা, দৈনিক ভোরের কাগজ ও বান্দরবান রিপোর্টার ইউনিটির সভাপতি মংসানু মারমা, ইনডিপেনডেন্ট টিভির মংখিং, ডিবিসি টিভির সৈকত দাশ, বিডি নিউজ.কম এর উশৈথোয়াই, নাগরিক টিভি আকাশ মারমা মংসিং সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।