প্রতিনিধি লামা >>
পার্বত্য জেলা বান্দরবানের জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৩ এ লামা উপজেলা ফুটবল টিম অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধিত দেওয়া হয়েছে।
(২৬ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে লামা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
অনুষ্ঠানে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সভাপতিত্বে পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দীন, টিম ম্যানেজার উমর কান্তি চৌধুরী, সাংবাদিক, খেলোয়াড়, টুর্নামেন্টের দায়িত্বরত ব্যক্তিরা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলোয়াড়দের মাঝে বক্তব্য দেন, টিম ক্যাপ্টেন্ট মো. আরিফ, ফাহিম ও শাহিন বলেন, ‘আমাদেরকে একটা মাঠ দেন, আমরা ভালো খেলা উপহার দেব, দেব আরো চ্যাম্পিয়ন কাপ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দেরকে ফুল, সম্মানী ও তাদের কোচকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা আগামীতে খেলার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রধান অতিথি মোস্তফা জামাল বক্তব্য বলেন, ‘বান্দরবানে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৩ এ লামা উপজেলা ফুটবল এই উপজেলা সুনাম বয়ে এনেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। লামা থেকে যেন প্রতিবছর আরও প্রশাসক গোল্ডকাপ ফুটবলার চ্যাম্পিয়ন উঠে আসতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
লামা প্রতিনিধি জানান, জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন লামায় পৌঁছেন। পথে পথে ফুলেল শুভেচ্ছা আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তারা। উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে তাদের বরণ করে নেওয়া হয়। দেওয়া হয় বিশাল গণসংবর্ধনা। এ সময় সাধারণ মানুষ কৃতী ফুটবলারদের হাত নেড়ে অভিনন্দন জানায়।
খেলোয়াড় পক্ষ থেকে বলেন, ‘আমরা অনেক কষ্ট করে এখানে আসতে পেরেছি। যদি আমাদের জন্য নিয়মিত প্র্যাকটিস করার উদ্যোগ নেওয়া হয় তাহলে আরও অনেকেই উঠেব আসবে। অনেকের বাড়ি দূরে। খেলার মাঠে এসে প্রতিদিন খেলাধুলা করার মতো সামর্থ্য নেই। অনেক খেলোয়াড় গাড়ি ভাড়ার অভাবে প্রতিদিন যাতায়াত করতে পারে না। এখানে যদি খেলাধুলার জন্য সুব্যবস্থা করা হয়। তাহলে দরিদ্র পরিবারের খেলোয়াড় নিয়মিত প্র্যাকটিসের সুযোগ পাবে বলে আশা করি।