মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :

নানিয়ারচরে ভূমিহীন হয়েও আশ্রয়ন প্রকল্পে ঘর পায়নি সোহারাব হোসেন

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

তুফান চাকমা, নানিয়ারচর >>

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সোহারব হোসেন নামে এক ভূমিহীন পরিবার সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর পায়নি

প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে কেউ গৃহহীন, ভূমিহীন এবং ঠিকানাবিহীন থাকবে না। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

কিন্তু প্রধানমন্ত্রীর সেই আশ্রয়ণ প্রকল্পের অনুকূলে জমি ও বাড়ি না পাওয়ায় সোহারাবের মতো এ উপজেলায় অনেক ভূমিহীন মানুষ হতাশায় ভুগছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নানিয়ারচর উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে সোহারাব দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। জমিতে, টিনের ছাপড়া বানিয়ে মানবেতর দিন কাটাচ্ছে সোহরাবের পরিবার। কৃষিকাজ বা চাষাবাদের জন্য নেই কোন জমি, এমনকি মাথা গোজার জমিটুকু নেই। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতা আর এলাকার সাহায্যে চলে তার পরিবার।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সম্পাদক তরিকুল ইসলাম বলেন, সোহরাব তার পরিবারকে নিয়ে জীবিকা নির্বাহ করতে কঠিন হয়ে পড়েছে। সে সরকারি সুয়োগ সুবিধা তেমন পায় না। তার খোঁজখবর কেউ রাখে না। এ উপজেলায় প্রধানমন্ত্রীর বাড়ি ও জমি অনেকেই পেয়েছে কিন্তু সে কিছুই পায়নি। আমি এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বলতে চাই তাকে সরজমিন তদন্ত পূর্বক মুজিব বর্ষের একটি ঘর দেওয়া হোক।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস‍্য ইলিপন চাকমা বলেন, আশ্রয়ন প্রকল্পে নানিয়ারচর উপজেলায় ভূমিহীন অনেক পরিবার রয়েছে যারা ঘর পাওয়ার উপযুক্ত। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টি নজরে আনার জন‍্য অনুরোধ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!