মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন
প্রধান সংবাদ :

সাফজয়ী নারী সেরা গোলরক্ষক রুপনা চাকমার ঘর হস্তান্তর

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

তুফান চাকমা,নানিয়াচর>>

রাঙামাটির নানিয়ারচরে সাফ জয়ী সেরা নারী (গোলরক্ষক) ফুটবলার রুপনা চাকমার নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নানিয়ারচর উপজেলার ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়াদম গ্রামে নির্মিত ঘর রুপনার মায়ের কাছে হস্তান্তর করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দ্বায়িক্ত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বরুণ দেওয়ান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ রুপনার গ্রামের পার্শ্ববর্তী লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রুপনা চাকমা সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নে সেরা গোল রক্ষক হয়ে দেশের গৌরব অর্জন করেন।বিভিন্ন গনমাধ‍্যমের মাধ‍্যমে রুপনার ভাঙা ঘরে মা’কে নিয়ে বসবাসের ছবি প্রকাশ হলে প্রধানমন্ত্রীর নজরে আছে এবং নিজেই রুপনার জন্য ঘর নির্মানের নির্দেশ দেন।

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আজ এই ঘর রূপনার চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।

রূপনা চাকমা মুঠোফোনে প্রতিবেদককে জানান, এলাকাবাসীর আশীর্বাদে দূর্গম পাহাড়ি অঞ্চল থেকে আমার উঠে আসা। এর পিছনে যারাই আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের কাছে আমি বরাবরি কৃতজ্ঞতা পোষণ করছি। এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে ঘরটি উপহার প্রদান করার জন‍্য।

এসময় রুপনার ঘরটি দেখার জন্য এলাকাবাসীরা ভীড় জমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!