প্রতিনিধি লামা>>
‘ক্রীড়াই শক্তি ক্রীড়া বল’ প্রতিপাদ্যকে সামনে রেখে লামায় ফাইতং ইউনিয়নের সবুজ বাংলা একতা সংগঠন আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন হয়েছে।
(১০ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালে নয়াপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।
উদ্বোধনী খেলায় অংশ নেন মগনাম মহুরী পাড়া খেলোয়াড় সমিতি বনাম মানিকপুর ফুটবল একাদশ। খেলায় শত-শত দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জয়, মোঃ জালাল উদ্দীন ফাইতং ইউনিয়ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলা-ধূুলার প্রতি মনোযোগী হতে হবে। কেননা খেলাধূলা শিক্ষার্থীদের সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজক কমিটিকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন জানান এবং খেলার পরিচালনা জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে আশ্বাস দেন।