প্রতিনিধি লামা >>
সারাদেশ থেকে আগত দুই শতাধিক মিডিয়া কর্মীদের নিয়ে (৩ ফেব্রুয়ারী-৪ঠা ফেব্রুয়ারি) বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টার (কোয়ান্টামমে) অনুষ্ঠিত হলো টোটাল ফিটনেস সাফারি।
শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক অর্থাৎ জীবনের চারটি মৌলিক ভিত্তি নিয়ে কোয়ান্টাম এবছর টোটাল ফিটনেস কার্যক্রম শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় ভ্রমণ, ইয়োগা ও মেডিটেশন নিয়ে এই সফরকে বলা হচ্ছে টোটাল ফিটনেস সাফারি। এছাড়াও মিডিয়া কর্মীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান।
এবারের টোটাল ফিটনেস সাফারি দলটির সমন্বয়ক রয়্যাল হিস্টোরিকাল সোসাইটির (আরএইচএস) অ্যাসোসিয়েট ফেলো, গবেষক ও সাংবাদিক মোহাম্মদ মাহমুদুজ্জামান বলেন, ‘এখানে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, সিলেট, গাইবান্ধা সাংবাদিক, মিডিয়া কর্মী, সঙ্গীতজ্ঞ, ফটোগ্রাফারসহ আমরা একত্র হয়েছি। কোয়ান্টাম লামা সেন্টারের প্রশান্তিময় পাহাড়ি পরিবেশে ভ্রমণের পাশাপাশি মানসিক প্রশান্তি অর্জনের লক্ষ্যে টোটাল ফিটনেসের বার্তা নিজে গ্রহণ করা ও সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই সফর সাজানো হয়েছে।
আমরা বেশ উপভোগ করছি এবং অনুপ্রাণিত হচ্ছি।’ এছাড়া এই সাফারিতে স্থানীয় সাংবাদিকদের সাথে ঢাকা সাংবাদিক ও মিডিয়া কর্মীদের শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াবৃন্দ উপস্থিত ছিলেন।