প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম আর আর আরসি কর্তৃক তুমব্রু এলাকায় অবস্থানরত বাস্তচ্যুত রোহিঙ্গ্যাদের শিবিরে স্হানান্তরিত শুরু হয়েছে।
তুমব্রু কোনার পাড়া জিরো লাইন রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গারা গত ১৮ জানুয়ারী ২০২৩ তারিখ হতে চলে এসে তুমব্রু এলাকায় অবস্থানরত রোহিঙ্গাদের শনিবার (৪ফ্রেব্রুয়ারি) ১২টা ৩০মিনিটের হতে কক্সবাজার আর আর আরসি কর্তৃক নাইক্ষ্যছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্ব পূর্ণ তুমব্রু সঃপ্রাঃ বিদ্যালয়ে অবস্হানরত বাস্তচ্যুত রোহিঙ্গ্যাদের মধ্যে ৩৫ পরিবারের ১৮০ জন সদস্যকে কক্সবাজার উখিয়া থানাধীন কুতুপালং ও বালুখালী রোহিঙ্গ্যা শিবিরে স্হানান্তরিত করা হয়েছে বলে জানাগেছে।
অবশিষ্ট অবস্হানরত রোহিঙ্গ্যাদেরকে আগামীকাল ৫ ফ্রেব্রুয়ারি ৮ টা থেকে ঘুমধুম ইউনিয়ন পরিষদ হতে আর আর আরসি’র নিজস্ব যানবহন করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি তুমব্রু শূন্য লাইনস্হ কোনার পাড়া রোহিঙ্গ্যা শিবিরে সংঘটিত সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটেছিল সেই ক্যাম্পে। পরে ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গ্যারা বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু এলাকা বিভিন্ন স্হানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে।