মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন
প্রধান সংবাদ :

নাইক্ষ্যংছড়িতে কৃষক লীগের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>

নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষক লীগের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নবগঠিত উপজেলা কৃষকলীগের উদ্যোগে রেস্টহাউসে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষকলীগের সভাপতি ডা. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুলের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন বান্দরবান জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন এবং সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর মো.সেলিম রেজা।

বক্তারা তাঁদের বক্তব্যে উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে আগামী জাতীয় নির্বাচনে সপ্তম বারের মতো পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে নির্বাচিত করার লক্ষ্যে যা যা করা দরকার সকল সদস্যদের তা তা করার নির্দেশ প্রদান করেন এবং উপজেলা আওয়ামী লীগের সাথে প্রত্যেক বিষয় সমন্বয় করার আদেশ প্রদান করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন,অন্যরা দুর্নীতি করতে পারলেও কৃষকরা দুর্নীতি করতে পারে না। সুতরাং যারা কৃষক লীগের পতাকাতলে এসেছেন সবাই এই কৃষকদের যে মহতী কাজ,সে কাজগুলো করে যেতে হবে এবং পার্বত্য মন্ত্রীকে এই আসনে সপ্তমবারের মতো বিপুল ভোটে জয় করতে হবে।

সভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মার্মা,উপজেলা যুব মহিলা লাীগের সভাপতি সানজিদা আক্তার রুনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হান, কৃষক লীগ নেতা ইউপি সদস্য মোহাম্মদ বেলালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!