প্রতিনিধি রুমা >>
বান্দরবানের রুমায় বিছিন্নবাদী সংগঠন কেএনএফ (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) সংঘটিত পরিস্থিতির বিরুদ্ধে মানববন্ধন করেছে রুমা উপজেলার সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকালে রুমা বাজারে ব্যনার ও হাতে ফেস্টুন নিয়ে নারী ও পুরুষসহ এই মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, কে এনএফ নির্যাতনের পাহাড়ের বসবাসকৃত মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে নাহ। তাদের এই অমানবিক নির্যাতনের কারণের নিজ ভিটামাটি ছেড়ে শহরে আশ্রয় নিচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য স্বশস্ত্র সংগঠন কেএনএফকে দায়ী করেন। সন্ত্রাসী কর্মকান্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে সাধারণ জনগণকে শান্তিতে বসবাসের সুযোগ দেয়ার জন্য কেএনএফ প্রতি আহবান জানান।
মানববন্ধনে রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল বম, বাজার সভাপতি অঞ্জন বড়ুয়াসহ রুমা উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল শনিবার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট হুমকিতে মুয়ালপি হ্যাপিহিলপাড়া, বাসত্লাং পাড়া, আর্থাপাড়া, মুননুয়ামপাড়া থেকে ৫২ পরিবার পালিয়ে এসে রুমা সদরে মারমা ওয়ালফেয়ারে আশ্রয় নিয়েছিলেন। পরে বিছিন্নবাদী সংগঠন কেএনএফ এর সাথে সেনাবাহিনীর বন্দুক যুদ্ধে কেএনএফ এক সদস্য নিহত হয়।