আকাশ মারমা মংসিং >>
পাহাড়ি জমিতে মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে কৃষক,উৎপাদিত ফসল বাজারে বিক্রির আগ পর্যন্ত নানা ভোগান্তিতে পড়ে আমাদের কৃষকরা। সুনির্দিষ্ট ভাবে স্থানীয় কৃষকেদের উৎপাদিত ফসল খুচরা বাজারে বিক্রির কোন স্থান নির্ধারিত না থাকায় পড়তে হয় নানা বিড়ম্বনায়।জায়গায় জায়গায় টাকা দিয়ে নিজের কষ্টার্জিত ফলন বিক্রির ব্যাবস্থা করতে হয় কৃষকদের। এমনি কষ্টের কথা গুলো তুলে ধরেছেন কৃষি উন্নয়ন সমিতির সদস্যরা।
বান্দরবানে কৃষক উন্নয়ন সমিতির আয়োজনে কৃষক উন্নয়ন সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ উদযাপিত হয়েছে ।
১ ফেব্রুয়ারি (বুধবার) পশ্চিম বালাঘাটা কৃষি মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মইনুদ্দীন বাচ্চুর সভাপতিত্বে বান্দরবান পৌর আওয়ামীলীগ এর সহ-সভাপতি আবু খায়ের আবু, বান্দরবান কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তানহারুল ইসলাম লেলিন, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়,বান্দরবান পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দীপিকা রানী তঞ্চঙ্গ্যা,১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির উদ্দিন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বক্কর সওদাগর, সমিতির সভাপতি মোঃ আরাফাত জিয়া,অর্থ সম্পাদক মোঃ সেলিম সহ সমিতির সদস্য বৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষকদের উপস্থিতি তে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এ কে এম জাহাঙ্গীর।