আকাশ মারমা মংসিং>>
বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো, জিয়াউল ইসলাম বলেছেন, “টেন্ডার পেলে কর্মকর্তা ভালো” না পেলে সন্ত্রাসী দিয়ে হামলা” এমন নির্বিঘ্ন আচরণে আমরা আর কতদিন চুপ রইব। দুর্নীতি বাজরা দাম আছে কিন্তু একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা দেশের কোন মুল্য নাই।
গতকাল (সোমবার) বিকালে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) কার্যালয়ে সামনে মানববন্ধনে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার শাস্তির দাবীতে হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে বান্দরবানে মানববন্ধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ।
বক্তব্যে তিনি আরো বলেন, খুবই দক্ষ এবং সৎ একজন প্রকৌশলী গোলাম ইয়াজদানী। টেন্ডার না পাওয়ার কারণে ঠিকাদার সাহাবউদ্দীনের নেতৃত্বে ২০ হতে ২৫ জন একদল সন্ত্রাসীরা রুমে ডুকে অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। এমন সৎ ও নির্বীক একজন প্রকৌশলীর উপর বর্বরোচিত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।
মানববন্ধনে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন, বান্দরবান সহকারী প্রকৌশলী জয় সেন সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আমানুর রহমানসহ এলজিইডি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।