মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :

চট্টগ্রামে প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন 

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি>>

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান।

৩০ জানুয়ারী (সোমবার) বিকেল চারটায় কার্যালয়ের প্রধান গেইটের সামনে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমান বন্দর সড়ক উন্নয়ন সম্পর্কিত আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষনে নিয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানির উপর ঠিকাদার সাহাবউদ্দীনের  নেতৃত্বে নামধারী ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার চট্টগ্রামের উন্নয়নের জন্য ব্যাপক প্রকল্প গ্রহণ করেছেন।তারই ধারাবাহিকতায় যোগ্য  ও সৎ কর্মকর্তা বিবেচনায় মোঃ গোলাম ইয়াজদানীকে গুরুত্বপূর্ণ প্রকল্পটির প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

সন্ত্রাসী ঠিকাদারগন বিধিবহির্ভূতভাবে কাজ প্রদানের জন্য চাপ প্রদান করলে তিনি সম্মতি প্রদান না করায় তার উপর বর্বরোচিত হামলা করা হয়।
যা বর্তমান সরকারের অগ্রযাত্রার বিরুদ্ধে  এটি একটি ষড়যন্ত্র।

মানববন্ধনে এলজিইডি বান্দরবান প্রকৌশল সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ক্ষোভ  ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ গোলাম ইয়াজদানীকে তার অফিস কক্ষে ঢুকে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন এলজিইডি বান্দরবানের সহকারী প্রকৌশলী  জয় সেন, এলজিইডি সদর উপজেলা,উপ-সহকারী প্রকৌশলী আমানুর রহমান সহ এলজিইডি,বান্দরবান এর সর্বস্তরের কর্মকর্তা,কর্মচারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!