নিজস্ব প্রতিনিধি>>
“থাকব ভালো রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী-আয় গড়ব বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ,বর্তমান সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যাবস্থা করছেন এবং প্রশিক্ষণার্থিদের ভাতা প্রদানের ব্যাবস্থাও করেছেন।অধিকাংশ ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ ও দক্ষতা অর্জনের পরেও বিদেশ যায় না সে ক্ষেত্রে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। যদি প্রশিক্ষণ গ্রহনের পর দক্ষ হয়ে সকলে বৈধ পন্থায় বিদেশে নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যাবস্থা করতো তাহলে দেশে আরো বেশি বৈদেশিক রেমিট্যান্স আসতো।
বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার স্বপ্ন বাস্তবায়নে সকলকে নিজের দেশকে ভালোবাসতে হবে।স্মার্ট বাংলাদেশে গড়তে হলে স্মার্ট জনবল লাগবে।
জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বান্দরবানের আয়োজনে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো,ঢাকা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।
৩০শে জানুয়ারি (সোমবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সুরাইয়া আক্তার সুইটি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর সহকারী পরিচালক মোঃ নজিরুল্লাহ্,প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিটিসির অধক্ষ্য প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,প্রশিক্ষনার্থী,প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আয়োজিত সেমিনারে বক্তারা বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনার বিষয়টি তুলে ধরেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহনের পর বৈধ পন্থায় সরকারি ভাবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদে আর্থিক সহযোগিতা ও সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয় আয়োজিত সেমিনারে।