মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩২ অপরাহ্ন
প্রধান সংবাদ :

বন্দুকযুদ্ধে নিহত কেএনএফ সদস্যকে পরিবার কাছে লাশ হস্তান্তর

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ জন নিউজটি পড়েছেন

আকাশ মারমা মংসিং>>

বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে বিছিন্নবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সাথে সেনাবাহিনী বন্দুকযুদ্ধে নিহত কেএনএফ এক সদস্যকে পরিবার কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩০ জানুয়ারী ) সকালে সদর হাসপাতালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবার কাছে তুলে দেওয়া হয়। গতকাল তাৎক্ষণিক নিহত সন্ত্রাসী পরিচয় জানা না গেলেও আজ সকালে পরিবারে কাছ থেকে তার জন্ম সনদ দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি বেনেট থাং ম্রো (১৮)। সে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারণ পাড়া ৬নং ওয়ার্ডের লিপমাং-এর ম্রো দ্বিতীয় ছেলে।

নিহত পিতা লিপমাং ম্রো বলেন, প্রায় দুই বছর আগে আমার সাথে পারিবারিকভাবে ঝগড়া পর রাগ করে, কাউকে না বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বিভিন্ন স্থানে তার ছেলেকে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। গতকাল নিহতের ঘটনার পর জানা যায় তার ছেলে কেএনএফ সংগঠনে জড়িত ছিল। নিরুদ্দেশ হওয়ার আগে বান্দরবান শহরে সিএনজি গাড়ি চালাতো বলে দাবী তার পিতা।

তিনি বলেন, ছেলে যেহেতু পারিবারিকভাবে বিচ্ছিন্ন হওয়ার পর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়া কারণে তার জীবন বলি দিতে হয়েছে । তাই তার মৃত্যুতে কোন বিচার বা অভিযোগ চাই না বলে যোগ করেন তিনি।

রুমা থানায় এসআই জহিরুল ইসলাম বলেন, পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকেচিন দলের এক সদস্য বন্দুকযুদ্ধে নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ যে, গেল কয়েকদিন ধরে বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ১ জন কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

এছাড়াও গত ৯ অক্টোবর থেকে র‌্যাব ও সেনাবাহিনী জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে জঙ্গী বিরোধী অভিযান পরিচালনা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!