আকাশ মারমা মংসিং>>
বান্দরবান সদর উপজেলায় দান বাক্সের টাকা চুরি করে পালানো সময় মোঃ আকতার হোসেন(২৯) নামে এক চোরকে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশের হাতে ওই চোরকে তুলে দেওয়া হয়।
শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে ২নং কুহাল্পং ইউনিয়নের চেমীপাড়া মুখ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আকতার হোসেন(২৯), সে সাতকানিয়া দক্ষিন মরফলা (মরিচ্যা পাড়া) গ্রামে আব্দুল মালেক ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চেমীমুখে আমির হোসেন(৩৫) নামে মুদি দোকানে সামনে বাঁশের খুটির সাথে ঝুলানো ছিল ৩টি দানবাক্স। সে তিনটি দানবাক্স ভেঙ্গে টাকায় চুরি করে যাওয়া সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে সদর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।
এসময় তার কাছে থাকা তিন দানবাক্সে নগদ অর্থ, একটি টর্চ লাইট, লোহার রড ও রেঞ্জ উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, আসামী বিরুদ্ধে বাদী হয়ে আমীর হোসেন থানায় মামলার দায়ের করেছে। এছাড়াও তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৫টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।