প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
কক্সবাজার আন্তঃজেলা ডাকাত দলের নেতা ও রামু – নাইক্ষ্যংছড়ি উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধষ ডাকাত দলের প্রধান শাহিনুর রহমান শাহীন (২৯) ও তারেক জিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার(১৮ জানুয়ারী) রাতে মেঘলা মেইন রোডে জেলা পরিষদ এর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস ব্রিফিং এ জানায়, দুর্ধষ ডাকাত শাহিনসহ তার এক সহযোগীকে বান্দরবান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে র্যাব-১৫(সিপিসি-৩ বান্দরবান এর ক্যাম্প কমান্ডার মেজর পারভেজ আরেফিনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।পরে তাদেরকে জেলা পরিষদ এর সামনে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মূর্তিমান আতঙ্ক ডাকাত দলের লিডার বহু মামলার পলাতক আসামী দুর্ধষ ডাকাত শাহিন ও তার সহযোগীকে গ্রেফতার করায় দুই উপজেলার মানুষ র্যাবকে সাদুবাদ জানান।
জানা যায়, ডাকাত সর্দার শাহিনুর রহমানের নেতৃত্বে একটি ডাকাত দল দীর্ঘ দিন ধরে কক্সবাজারের রামু, গর্জানিয়া ও বাইশারী- নাইক্ষ্যংছড়ি সড়কে গাড়ি এবং ঘর ডাকাতিসহ নানান সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।