আকাশ মারমা মংসিং>>
পাঠক প্রিয়তায় ২২ বছর পেরিয়ে ২৩তম বছরে পদার্পণ করলো জাতীয় দৈনিক ভোরের দর্পণ।
বুধবার (১৮ জানুয়ারি) রাতে মেঘলা পর্যটন কেন্দ্র সংলগ্ন হলিডে ইন রিসোর্টে ২৩তম বছর পদার্পণ বছর পূর্তি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সময় টিভি প্রতিনিধি এনএ জাকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক কে এম শফিউল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা, যমুনা টিভি স্টাফ রিপোর্টার বাটিং মার্মা,ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মং খিং মার্মাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, সময়ের সাথে সাথে গণমাধ্যমের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে,সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন পার্বত্য বান্দরবানের সাংবাদিকদের লেখনির মাধ্যমে জেলার পর্যটন সম্ভাবনা ও সরকারের উন্নয়নের চিত্র ফুটিয়ে তুলতে হবে।এ জেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করেন তিনি।
অনুষ্ঠান শেষে কেক কেটে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৩তম বর্ষপূর্তি পদার্পণ এর উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।