মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :

নাইক্ষ্যংছড়িতে ১১বিজিবি উদ্যেগে বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৬২ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>

নাইক্ষ্যংছড়িতে ১১বিজিবি উদ্যেগে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি,শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় বিজিবি’র হল রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বই বিতরণ, সনদ,উপবৃত্তি, ও নতুন ভাবে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

বিজিবির প্রেস ব্রিফিং জানান, অত্র জোন এলাকায় বসবাসরত ৩৩জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর, বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের নিকট বিনামূল্যে ১০৫ সেট (৪৯৫টি) নতুন বই হস্তান্তর করা হয়েছে। এছাড়াও  নাইক্ষ্যংছড়ি জোন পরিচালিত এলাকার গরীব ও বেকার ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৩ মাস ব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিকট সনদপত্র বিতরণ করা হয়।

এছাড়া সনদপত্র বিতরণ শেষে নতুন করে ১০জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয় যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি,নতুন বই এবং কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন রাফি-উস-হাসান, এ্যাডজুটেন্ট,নাইক্ষ্যংছড়ি জোন,বিজিবি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ সহ সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল রেজাউল করিম বলেন, অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!