শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
রোয়াংছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন বান্দরবানে জমি বিরোধে জেরে আওয়ামীলীগ পরিবারে উপর বিএনপি নেতার হামলার অভিযোগ সংসদ নির্বাচন: প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, আঘাত হানতে পারে কাল সরকারের পদত্যাগ ও তফসিলের প্রতিবাদে রবি ও সোমবার বিএনপির হরতাল গভীর সমুদ্রে থেকে ১৩ ক্রুকে উদ্ধার করলো কোস্ট গার্ড প্রবীণরা যেন অবহেলার শিকার না হয়: ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ গভীর সমুদ্র থেকে ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড বাঙ্গালহালিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচামাছ বিক্রি রুমায় মসজিদের মাঠ সংস্করণের নামে যুবলীগের নেতার অর্থ আত্মসাতের অভিযোগ

আলীকদমে গরুর খামারে স্বপ্ন দেখছেন তরুন উদ্যোক্তা মোঃ আবু ছালাম

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৪৭ জন নিউজটি পড়েছেন

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম>>

বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও তরুন উদ্যোক্তা গরুর খামার করে স্বপ্ন বুনছেন মোঃ আবু ছালাম মেম্বার (৩৫) নামের এক খামারি।

উপজেলার সদর ইউনিয়নের ৪ং ওয়ার্ডের দানুসর্দার পাড়ার বাসিন্দা ও আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মৃত্যু আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক মোজাফ্ফর আহম্মেদ এর ছেলে বলে জানা যায়।

তাঁর গরুর খামারটির নাম স্বদেশ ফ্যানেটিং ডেইরি ফার্ম। তিনি দীর্ঘদিন সময় ধরে একটি আর্দশ গরুর খামার করার সিদ্ধান্ত নেন। এখন সেই খামার থেকেই লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

জানা যায়, বিগত কয়েক মাস আগে থেকে নিজের প্রচেষ্টায় শখের বসে একটি উন্নত মানের গরুর খামার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। তার খামারে বর্তমানে ২০ টি ষাঁড় ও ৭ টি গাভীসহ মোট ২৭ টি গরু রয়েছে। ৫ টি গাভী দিনে প্রায় ৮০ লিটার দুধ দেয়।

ইউপি সদস্য আবু ছালাম মেম্বার বলেন,আমি বর্তমানে সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর জনগণের প্রত্যেক ভোটে নির্বাচিত হয়ে মেম্বার হিসেবে জনগনের সেবা করছি। তাঁর পাশাপাশি বেকার সময় না কেটে নিজের প্রচেষ্টায় একটি উন্নত মানের গরুর খামার করার উদ্যোগ নেই। যার কারণ হচ্ছে অত্র এলাকায় অনেক বেকার যুবক/যুবতী অযথা সময় নষ্ট করছে তারা যেন আমাকে দেখে উপকৃত হয়ে তারা যেন উদ্যোক্তা হিসেবে কাজ করে। আমার খামারে বর্তমানে মোট ২৭ টি গরু আছে। আমি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। আগামী কোরবানির ঈদে আমি গরুগুলো বিক্রি করে লাভবান হতে পারবো বলে আশা করছি।

তার খামারে গিয়ে দেখা যায়, গো-খাদ্যের পর্যাপ্ত জোগান নিশ্চিত করার জন্য বর্তমানে তিনি ৩ বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করেছেন। গরু দেখাশোনা করার জন্য সার্বক্ষণিক তিন (৩) জন লোক কাজ করছেন। ঘাসের পাঁশাপাশি খৈলসহ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

খামারি উদোক্তা আবু ছালাম বলেন, আমার মায়ের কিছু আর্থিক সহায়তায় ও আমার কাছে যে টাকা গুলো ছিল সে টাকা দিয়ে স্বপ্নের স্বদেশ ফ্যানেটিং ডেইরি ফার্ম গড়ে তুলেছি। আমি সরকারি কোন ধরনের ঋণ বা আর্থিক সহযোগিতা পাইনি,যদি সরকারি কোন ধরনের ঋণ সহায়তা অথবা প্রণোদনা পাই তাহলে আমার খামার টি আরও বড় করতে পারবো।

তিনি আরও বলেন,আমার গরুর খামার দেখে এলাকার মানুষ খামার করতে উৎসাহ যোগাচ্ছেন। অনেক বেকার যুবক আমার কাছে আসেন কি করে খামার করতে হয় পরামর্শের জন্য। যদি খামারের জন্য সরকারি ভাবে প্রণোদনা ও ঋণ পাই তাহলে আমার গরুর ফার্ম টি বড় করতে পারবো বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!