মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন
প্রধান সংবাদ :

আলীকদমে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান 

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি আলীকদম>>

আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনী (৩১বীর) সেনাজোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গরিব দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় আলীকদমে সেনা জোনের (৩১বীর) ক্যান্টিন সংলগ্ন হলরুমে আর্থিক প্রদান করা হয়।

এসময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা,এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ সর্বমোট ২,২৫,৫১৮ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি,জোন কমান্ডার আলীকদম জোন।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে। এছাড়াও প্রতিমাসে দুস্থদের মাঝে ত্রান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়ে থাকে এবং বর্তমান শীতে অত্র জোনের আওতাধীন ক্যাম্পসমূহ দূর্গম পাহাড়ী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরণ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!