প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
দেশব্যাপী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ ২ জানুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে।তারই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব- ১৭ নারী ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
এই চ্যাম্পিয়ন দল নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা ও দৌছড়ির চেয়ারম্যান মো. ইমরানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (১০জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কোচসহ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল এই সৌজন্য সাক্ষাত করেন।
এই সময় তাঁদের অভিনন্দন জানিয়ে প্রশংসা করেন এবং বিভাগীয় খেলায় জেতার জন্য নানা ধরনের উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য,আগামী ১৬জানুয়ারি নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল বিভাগীয় খেলায় অংশগ্রহণ করবে।