প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
নাইক্ষ্যংছড়িতে আনুষ্ঠানিকভাবে মহিলা হাফেজ খানার যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০জানুয়ারি) সকাল দশটায় রেস্ট-হাউস সংলগ্ন নাইক্ষ্যংছড়ি দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসা ও এতিম খানায় বালিকা হেফজ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ পর্যন্ত মোট ১০জন ছাত্রী হাফেজ হওয়ার জন্য ভর্তি হয়েছে এবং আরও জানা যায় ভর্তি হওয়া ছাত্রীদের মহিলা হাফেজ দিয়ে পড়ানো হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তৃতা দেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ জালাল উদ্দিন ফারুকী।
প্রধান মেহমান হিসেবে মাদ্রাসা ও মহিলা হাফেজ বিভাগ নিয়ে আলোচনা করেন কক্সবাজার জেলার রামু উপজেলার এমদাদিয়া জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ আব্দুল হক দাঃ বঃ সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: আবু জাফর মো: সেলিম, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তাসলিম ইকবাল চৌধুরী,মাস্টার নুরুল বাশার,বাহাদুর,আলী আকবর মেম্বার,মাওঃ নুরুল ইসলাম,আব্দু সাত্তার,সাইফুদ্দিন শিমুলসহ অভিভাবকগণ,সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।