মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
প্রধান সংবাদ :

বান্দরবানে পাহাড়ি ভাতা প্রদানের দাবীতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

আকাশ মারমা মংসিং>>

বান্দরবানের বেসরকারি শিক্ষক কর্মচারীদের পাহাড়ি ভাতা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।

সোমবার (৯জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

সম্মেলনের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি ক্যসিংমং মারমা (মেহ্রী) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

বক্তারা বলেন,বান্দরবানের ৭টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫৪টি কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে পায়নি কোন শিক্ষক পাহাড়ি ভাতা। এর ফলে দুর্গম এলাকায় শিক্ষকতা হয়ে পড়েছে সমস্যা সম্মুখীন । যাতায়াত থেকে শুরু করে চিকিৎসা ভাতা না পাওয়াতেই হতাশ প্রকাশ করেন শিক্ষক মন্ডলী।

বক্তারা আরো বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে উর্দ্ধগতি কারণে শিক্ষকদের জন্য দুরুহ হয়ে উঠেছে। সরকারী নিয়ম অনুযায়ী বেতন পেলেও আমাদের কাছ থেকে ১০% কেটে রাখা হচ্ছে বলে দাবী শিক্ষকদের। এই অবস্থায় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের পাহাড়ী ভাতা ৩০% প্রদানের পাশাপাশি সরকার প্রতি শিক্ষক কর্মচারীদের পাহাড়ী ভাতা প্রদান করা দাবী জানানো হয়।

সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি তারেক উর রহমান, জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিতোময় বড়ুয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. ঈমাম আলী, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মিনারুল হকসহ শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!