প্রতিনিধি রাঙ্গামাটি>>
কাপ্তাই-আসামবস্তী সড়কের রাঙ্গামাটি সদর উপজেলার উপজেলার জীবতলী কামিলাছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক যুবক।
রোববার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আদর কুমার চাকমা (৩৫)।
ঘটনাস্থলে থাকা আদর কুমার চাকমার ভাগিনা নিপন চাকমা এ প্রতিবদেককে জানান, কামিলাছড়িতে বসবাসরত আমার মামা আদর চাকমার বাড়িতে বন্য হাতি আক্রমণ করেছে। খবরটি পেয়ে আমরা দ্রুত পালিয়ে রক্ষা পায়।
পরে ঘটনাস্থলে গেলে আমার মামাএকাই হাতিদের তাড়াতে এগিয়ে যান। একপর্যায়ে বন্য হাতির কবলে পড়েন। আমরা দ্রুত তাকে বাঁচাতে সক্ষম হলেও হাতির আক্রমণে তাঁর বাম হাতে ব্যাপক জখম হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
এদিকে ঘটনার পর আহত আদর কুমার চাকমাকে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব শর্মা এই প্রতিবেদকে জানান, বন্য হাতির আক্রমণে আদর কুমার চাকমার বাম হাতে জখম হয়েছে। আমরা এক্স-রে রিপোর্ট আসার পরই বিস্তারিত বলতে পারব।