প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
নাইক্ষ্যংছড়িতে অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধ ভাবে আসা৫টি গরু জব্দ ও ২জন চোরাকারবারি আটক করেছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা’র এর দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশের নেতৃত্বে একদল এ অভিযান পরিচালনা করেন।
শনিবার (৬ জানুয়ারী) ভোরে নাইক্ষ্যংছড়ি সদরের ১নং ওয়ার্ডের বিছামারা এলাকা গরুসহ তাদেরকে আটক করা হয়।আটককৃত- নজু মিয়া ও ছৈয়দ আহমদ.।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি টাসটু সাহা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানাএ সফল অভিযান চালায়।
উল্লেখ্য, এর আগেও তিনি বেশ কয়েকবার মিয়ানমারের বিভিন্ন মাদক এবং চোরাচালান জব্দ করতে সক্ষম হন। তবে পুলিশের এই অভিযান অব্যাহত আছে থাকবে।