মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :

বান্দরবানে প্রথম পর্যায়ে ১লক্ষ ৮২ হাজার বই বিতরণ

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

আকাশ মারমা মংসিং>>

সারাদশে ন্যায় বান্দরবানে ৭টি উপজেলায় প্রাক-প্রাথমিকের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ের জেলা শহরে ১লক্ষ ৮২ হাজার বই বিতরণ করা হয়।

১ জানুয়ারি (রবিবার) সকালে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে এসব বই বিতরণ করা হয়।

এ বছর বান্দরবান জেলায় লামা, আলীকদম, রুমা, থানচি, রোয়াংছড়ি,লামা, নাইক্ষ্যংছড়ি সহ মোট ৭টি উপজেলায় ১৭ হাজার ৫শত ৪৫ টি মারমা মাতৃভাষার বই, ৫ হাজার ১শত ৯৫টি ত্রিপুরা মাতৃভাষার বই এবং ১হাজার ৫শত ১১টি চাকমা ভাষার বই বিতরণ করা হয়।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন, বছরের প্রথম দিনেই বান্দরবান জেলার ৪৩৫টি বিদ্যালয়ে একযোগে নতুন বই বিতরন কর্মসূচি চলছে। এছাড়া উপজেলায় বসবাসকারী ১১টি সম্প্রদায়ের মধ্যে চাকমা, মার্মা ও ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝেও পাঠ্যবই বিতরণের পাশাপাশি নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে বাকি সম্প্রদায়ের মধ্যে বিতরণ চলবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, জেলায় মোট ৩,৪০,১০৮ সেট প্রাক প্রাথমিক ১ম শ্রেণী হতে তৃতীয় শ্রেনীর বই বরাদ্দ রয়েছে। তবে প্রথম পর্যায়ে ১,৮২,০২৭ সেট বই জেলা সদর সহ ৬টি উপজেলায় ৯৪,০৫৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ.কেএম জাহাঙ্গীর, ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সিয়ং ম্রো, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃসফিউল আলম,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ সহ শিক্ষক,অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!