প্রতিনিধি লামা>>
সারাদেশের ন্যায় বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের বিতরণ উদ্বোধন করা হয়।
খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন বিএ সভাপতিত্বে পরিচালনা কমিটির সহ-সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) সাবেক সভাপতি মোহাম্মদ হোসাইন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ শফি, সহকারী শিক্ষক বজলুল করিম বাহাদুর, সহকারী শিক্ষক তফুরা খানম, ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং বিদ্যালয় শিক্ষক ও শিক্ষিকা সহ বিদ্যালয়ের -শিক্ষার্থী ও অভিভাবক প্রমূখ।
বিদ্যালয় পরিচালনা কমিটি, সহ-সভাপতি জুবাইরুল ইসলাম (জুবাইর) বলেন, “নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব বর্ণমালার গরব নিয়ে আকাশজুড়ে উঠব” স্লোগান নিয়ে আজ সারা দেশে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ শফি বলেন, আমাদের স্কুলের চাহিদা অনুযায়ী এখনো বই পাইনি। আসা করছি দ্রুত নতুন বই পাব। তবে শুনতে পাচ্ছি এখনো উপজেলাতে মাত্র অল্প সংখ্যক বই এসেছে। তবে এটা নতুন কিছু নয় জানুয়ারির শেষের দিকে প্রায় সব বই চলে আসবে তাই আসা করি শিক্ষার্থীদের জন্য কোন অসুবিধা হবে না।
তিনি আরো বলেন, বতর্মান সরকার করোনা সংকট কালীন সময়ের মধ্যে যেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়েছে সেখানে এবারো তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে হয়তো বা সব বই এক সাথে না পেলেও পর্যায় ক্রমে সব বই পাবে এখানে হতাশ হওয়ার কিছু নেই।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন বিএ বলেন, ভাল মানুষ ও সুনাগরিক হতে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম । শিক্ষকদের অনেক গুরুদায়িত্ব শিক্ষার্থীদের সুনাগরিক ও ভাল মানুষ হিসেবে গড়তে । প্রতিটি সফল শিক্ষার্থীর পিছনে কোন না কোন শিক্ষকের অবদান থাকে। পাঠ্য বইয়ে গল্প গুলো শুধু পড়ে মুখস্থ করার জন্য নয় এগুলো শিক্ষণীয় ও আমাদের অনুপ্রাণিত করে। লেখাপড়ার পাশা পাশি শিক্ষার্থীদের সৃজনশীল কাজ করতে হবে। তিনি ফাইতং সকল বিদ্যালয়,শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে বলে অভিমত প্রকাশ করেন।