মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
প্রধান সংবাদ :

রুমায় বাকদন্ডিতায় জড়িয়ে একজনকে হত্যা

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি রুমা>>

রুমায় মদ্যপান অবস্থায় দুই ব্যাক্তির মাঝে বাকদন্ডিতায় ঘটনায় উসানু মারমা (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিয়াংক্ষ্যাং পাড়ার সংলগ্ন এই ঘটনাটি ঘটে।

নিহতব্যক্তি- উসানু মারমা(৩২), সে রুমা এলিম ছান্দালা পাড়া এলাকার ক্যাচিং মারমার ছেলে।

পাড়াবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, বুধবার বিকালে নিয়াক্ষ্যং পাড়ার সংলগ্নে গরু ব্যবসায়ি আবুল কাসেম(৫৫) হৃদপিন্ড বন্ধ হয়ে মারা যায়। লাশটি পাহাড়া দিতে পাড়াবাসীর সাথে সারারাত ছিল হত্যাকারী অংসাইংচিং মারমা।

অন্যদিকে লাশটি বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর সেখানে মদ্যপান অবস্থায় দুইজনের মধ্যে বাকদন্ডিতায় বেধে যায়। এক পর্যায়ে অংসাইংচিং মারমা(৩৪) পাশে থাকা ইট দিয়ে উসানু মারমার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলে তিনি মারা যায়।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন,  মৃত্যু উসানু মারমা লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তিনি বলেন, পলাতক আসামী অংসাইচিং মারমা কে দ্রুত গ্রেপ্তার আওতায় আনা হবে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!