বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:০১ অপরাহ্ন
প্রধান সংবাদ :

নানিয়ারচরে ৩০৬ ফুট উচ্চতা বিশিষ্ট ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারুণিক বুদ্ধমূর্তি উদ্বোধন

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৩২ জন নিউজটি পড়েছেন

তুফান চাকমা, প্রতিনিধি নানিয়াচর >>

রাঙামাটির নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থভূমি রত্নাংকুর বন বিহারে দেশের মধ্যে সর্ববৃহৎ ৩০৬ ফুট উচ্চতা বিশিষ্ট ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারুণিক তথাগত স‍ম‍্যক সম্মুদ্বের প্রতিমূর্তি নির্মাণ কাজের শুভ উদ্বোধন  করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে ৩০৬ফুট উচ্চতার এই বৌদ্ধমূর্তি নির্মাণকল্প শুভ উদ্বোধন করেন রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির।

এ উপলক্ষে বুদ্ধের স্বরণে ধর্মীয় সভার আয়োজন করে রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্ধরা। এসময় পঞ্চশীল প্রার্থনা সহ বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, খাগড়াছড়ি ধর্মপুর বন বিহারের বিহার অধ্যক্ষ ভদ্দশী মহাস্থবির, নানিয়ারচর রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, খাগড়াছড়ি পাড়াবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ব্রক্ষ্মদত্ত মহাস্থবির ও রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্থবির।

এসময় প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সহধর্মীনী রিপা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন দার চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা, রত্নাংকুর বন বিহার সভাপতি কমল কান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা, সাংগঠনিক সম্পাদক উষা কিরণ চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

বিহার সূত্রে জানা যায়, দেশের সব চেয়ে বড় এই বৌদ্ধমূর্তি নির্মাণে ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৪শত কোটি টাকা। মূর্তিটি নির্মাণ কল্পে নানা শ্রেণির মানুষ আর্থিক ভাবে সহযোগিতা করে চলেছে। ধারণা করা হচ্ছে মূর্তিটি নির্মাণের কাজ শেষ হতে ৫ থেকে ১০ বছর মতো সময় ব্যয় হবে।

বিহার সংশ্লিষ্টদের দাবি এই মূর্তিটি নির্মাণ কাজ শেষ হলে সারা বিশ্বের বৌদ্ধ জাতি আরো উজ্জ্বল হবে। দেশে বিদেশে এর সুনাম ছড়িয়ে পরবে। এতে বৌদ্ধ ধর্মের অনুসারীদের ধর্মের প্রতি আরো শ্রদ্ধাশীল ও দুঃখ থেকে মুক্তি লাভের পথ সুগম হবে।

অনুষ্টানে আসা পূণ্যার্থী সুমতি লাল চাকমা বলেন,
বৌদ্ধ মূর্তিটি নির্মাণে যারা কায়িক-বাসনিক ভাবে সাহায্য সহযোগিতা করেছে তারা জন্মজন্মান্তরে সুফল ভোগ করবে। এ দানের পূন্যের ফলে সকলের সৎগতি উদয় হবে। নির্মাণ শেষ হলে বৌদ্ধ মূর্তিটি দেখতে দূর দুরান্ত থেকে অনেক পূণ্যার্থীর সমাগম হবে।

আয়োজিত অনুষ্ঠানে বুদ্ধ, ধর্ম, সঙ্ঘ ও সাধু সাধু সাধু জয়ধ্বনিতে এবং হাজারো পূণ্যার্থীর সমাগমে বিহার প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!