বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
প্রধান সংবাদ :

পার্বত্য এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার প্রয়োজন – দর্শন চাকমা

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৪০ জন নিউজটি পড়েছেন

তুফান চাকমা, নানিয়ারচর সংবাদদাতা>>

পার্বত্য এলাকায় সুখ,শান্তি,সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকার কে বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় দরকার বলে মন্তব্য করছেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু।

১৯ ডিসেম্বর (সোমবার) রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন মংখোলা পূর্বারাম বন বিহারে আয়োজিত ৮৪ হাজার মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা দীপংকর তালুকদার এমপি’কে ভোট দিয়ে এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন তথা অত্র বিহারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

তাছাড়া ইতিপূর্বেও জননেতা দীপংকর তালুকদার এমপি ও জননেতা অংসুইপ্রু চৌধুরী চেয়ারম্যান (রাঃপাঃজেঃপ) উক্ত বিহারে এসে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেন।

অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জ্ঞানলোক স্থবির, অত্র বিহারের অধ্যক্ষ করুনানন্দ স্থবির সহ অন্যান্য বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষু সঙ্ঘরা। বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, যুবনেতা আব্দুল কুদ্দুস রনি, অ্যাডঃ জীবন বিকাশ চাকমা সহ একালাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মুর্তি দান, ৮৪ হাজার বাতি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ড দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়। এছাড়াও প্রধান অতিথি দর্শন চাকমা কে এবং পার্বত্য অঞ্চলে জনপ্রিয় কন্ঠ শিল্পী অত্র এলাকার কৃতি সন্তান রুবেল চাকমা কেও সম্মাননা স্বারক প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!