প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হাজী এম এ কালাম সরকারি কলেজের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৭ম তম বিজ্ঞান অলম্পিয়াড় অনুষ্ঠিত হয়।
হাজী এম এ কালাম সরকারি কলেজে অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা।
অনুষ্ঠানের প্রধান অতিথি রোমেন শর্মা, শিক্ষার্থীদের সকল প্রজেক্ট পরিদর্শন করে।আগামীতে আরও জাঁকজমকপূর্ণ মেলা আয়োজন করা আশ্বাস দেন।
মেলায় ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।
অংশগ্রহণকারীদের জুনিয়র ও সিনিয়র গ্রুপের মাঝে প্রকল্প, কুইজ ও বক্তৃতার উপর পুরস্কার প্রদান করা হয়।
প্রজেক্ট প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে ১ম হয়েছে হাজী এম এ কালাম সরকারি কলেজ, ২য় হয়েছে মদিনাতুল উলুম মডেল ইনঃ আলিম। জুনিয়র প্রকল্পে ১ম মদিনাতুল উলুম মডেল ইনঃ আলিম, ২য় ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, ৩য় চাকঢাল উচ্চ বিদ্যালয়। মেলায় অংশগ্রহণকারী বাকী শিক্ষা প্রতিষ্ঠান, নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়, ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বাইশারি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ টানটু শাহা,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
মদিনাতুল মডেল ইনঃ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ সৈয়দ হোসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিজ্ঞান বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।