মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:১২ অপরাহ্ন
প্রধান সংবাদ :

নাইক্ষ্যংছড়িতে সদ্য জন্ম নেওয়া নবজাতকের মাঝে চেয়ারম্যানের উপহার প্রদান 

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৯২ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>

নাইক্ষ্যংছড়িতে সদ্য জন্ম নেওয়া নবজাতকের মাঝে উপহার প্রদান৷ করেছেন চেয়ারম্যান নুরুল আবছার।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি সদরের বিভিন্ন এলাকায় সদ্য জন্ম গ্রহণ করা নবজাতকের পিতা-মাতার কাছে তাদের সন্তানের জন্য এ শুভেচ্ছা স্মারক দেয়া হয়।

শিশু জন্মের ৪৫ দিনের জন্ম নিবন্ধন করার জন্য উৎসাহ প্রদানের জন্য নবজাতকদের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন। এছাড়াও পিতা মাতার কাছে তাদের সন্তানের জন্য শুভেচ্ছা স্মারক, মিষ্টি, কম্বল প্রদান করা হয়।

সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আমরা খবর পেয়েছি সকালে এদের পরিবারে শিশু জন্ম নিয়েছে। তারা ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার জন্য উৎসাহ প্রদান ও সচেতন করার লক্ষ আমরা শুভেচ্ছা স্মারক প্রদান করছি। শিশু মা উভয়ের সুস্থতা কামনা করছি।

তিনি আরো বলেন, যেকোনো শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিলে, সম্পুর্ণ ফ্রীতে জন্ম নিবন্ধন পাবেন। এতে শিশুর সঠিক বয়স অনুযায়ী নিবন্ধন হবে এবং শিশু ভবিষ্যৎ সঙ্কা মুক্ত থাকবে।
উপহার পেয়ে নবজাতকদের মা-বাবাসহ পরিবারের সদস্যগণ উচ্ছ্বসিত হন।

একজন মা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমনের উপহার আমাদের সন্তানের জন্য আশীর্বাদ স্বরুপ। ফ্রি জন্ম নিবন্ধন পাওয়ার পাবো। এই জন্যকে ধন্যবাদ এবং তার দীর্ঘায়ু কামনা করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আলম ও স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রাশেদা বেগমসহ অনেকই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!